বিশ্বের প্রথম দ্বৈত যান
একই যান রাস্তায় চলবে বাসের মতো,আবার রেললাইনের ওপর তা হয়ে যাবে ট্রেন। ‘ডুয়েল মোড ভেহিকল’ (DMV) নামে এরকম একটি যান তৈরি করেছে জাপান। ২৫ ডিসেম্বর ২০২১ এই যান প্রথম জনসম্মুখে আনা হয়। এই যানটি দেখতে অনেকটা মিনিবাসের মতো। যখন তা রাস্তায় চলবে তখন সাধারণ গাড়ির চাকা ব্যবহার করে ছুটবে।রেললাইনে চলার জন্য রয়েছে স্টিলের চাকা।ডুয়েট মুডের এই যানটি তৈরি করেছে “আসা কোস্ট রেল কোম্পানি ”।দ্বৈত এ যানে সর্বোচ্চ ২১ জন যাত্রী বসতে পারবেন।রাস্তায় সর্বোচ্চ ১০০ কিলোমিটার আর রেললাইনে সর্বোচ্চ ৬০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলতে সক্ষম। ডিজেলের মাধ্যমে চলবে এই যান।
ScienceEffect0328


Wow that’s great
LikeLike